কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনার কারণে বিশ্ববিদ্যালয় প্রায় ১৭ মাস বন্ধ ছিল। ভাইরাসের নিয়ন্ত্রণ হওয়ায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। এখন শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৮ ডিসেম্বর হতে ৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত) বাতিল করা হলো।