হোম > ছাপা সংস্করণ

প্রধান শিক্ষকের অপসারণ দাবি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন ওই স্কুলের গভর্নিং বডির সভাপতি ও অভিভাবকেরা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নে ওই বিদ্যালয়ে মানববন্ধন হয়।

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম কমিটির সঙ্গে কোনো প্রকার পরামর্শ না করে নিজের ইচ্ছেমতো সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয় করেন। বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের পরামর্শ দিলে উনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিদ্যালয়ে ক্রয় কমিটি আছে। কিন্তু প্রধান শিক্ষক কমিটির তোয়াক্কা না করে নিজেই কেনেন।’

জাহিদ হাসান আরও বলেন, ‘প্রধান শিক্ষক স্লিপের টাকা ম্যানুয়ালি ব্যয় না করে তা দিয়ে সিসিটিভি ক্যামেরা ক্রয় করে বিদ্যালয়ে স্থাপন করেন। এতে আপত্তি জানালে উনি সাংবাদিক দিয়ে ফোনের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেন।’

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটা বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করার কথা। তবে তিনি (প্রধান শিক্ষক) তা আমলে নেননি। এছাড়া তাঁর আচার-আচরণ, কথাবার্তা, গতিবিধি সবকিছুতেই অসৌজন্যমূলক। মানববন্ধনে তাঁরা এই প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ