ঈদে প্রচারের জন্য ‘মনের সুখ’ নামের একটি নতুন নাটক বানিয়েছেন সালাহউদ্দিন লাভলু। সম্প্রতি পুবাইলে শেষ হয়েছে নাটকটির শুটিং। এতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও নাজনীন হাসান চুমকি।
‘মনের সুখ’ নাটকের চিত্রনাট্যকার হাবিবুর রহমান জানিয়েছেন, মানুষের জীবনে মনের সুখটাই যে প্রকৃত সুখ, এটিই নাটকটির বিষয়বস্তু। অভিনেতা নাসিম বলেন, ‘কয়েক বছর পর লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম। পারিবারিক ও ব্যক্তিগত আবেগ এই নাটকের গল্পের প্রধান উপজীব্য।’