লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন থেকে ৬৪৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার র্যাব বাদী হয়ে পাটগ্রাম থানায় ওই ঘটনায় মামলা দিয়েছে। গতকাল দুপুরে তাঁদের পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
র্যাব ও থানা-পুলিশ জানায়, গোপন খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল বাউরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। ঘটনার সময় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের মাইক্রোবাসের চালক বাদল হাসান জীবন ও ঠাকুরগাঁওয়ের রুহিয়া মন্ডলাদাম গ্রামের মানিক দাসকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে রংপুর র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) আলতাব হোসাইন বাদী হয়ে ওই ঘটনায় একটি মামলা দিয়ে মাইক্রোবাস, ফেনসিডিল ও আসামিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘র্যাব বাদী হয়ে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ আটক দুজনকে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে। আজ শনিবার সকালে পুলিশের মাধ্যমে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।’