হোম > ছাপা সংস্করণ

ছয় বছরের শিশুর হাত ভাঙলেন শিক্ষক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পড়া মুখস্থ করে দিতে না পারায় ৬ বছরের শিশু আব্দুল্লাহকে গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালীর বিরুদ্ধে। গতকাল সোমবার শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মা পারুল বেগম। গত বৃহস্পতিবার আমতলী পৌর শহরের দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

হাত ভেঙে দিয়েই ক্ষান্ত হননি শিক্ষক আক্কাস। তিনি ৪ দিন শিশুটিকে মাদ্রাসায় আটকে রেখে চিকিৎসা নিতে দেননি বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, উপজেলার বাঁশতলা গ্রামের প্রবাসী হারুন হাওলাদারের ৬ বছরের শিশু আব্দুল্লাহকে আমতলী পৌর শহরের দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায় গত সেপ্টেম্বর মাসে নুরানি বিভাগে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পড়া মুখস্থ করে দিতে পারেনি আব্দুল্লাহ। এতে আব্দুল্লাহকে গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে জখম করেন শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী। এতে শিশুটির বাম হাত ভেঙে যায়। কিন্তু আক্কাস এ বিষয়টি শিশুর পরিবারকে না জানিয়ে শিশুটিকে ৪ দিন মাদ্রাসায় আটকে রাখেন। সোমবার সকালে শিশুটির খোঁজ নিতে মা পারুল বেগম মাদ্রাসায় যান। ওই সময় শিশুর হাত ভাঙা দেখে তিনি শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে শিশু আব্দুল্লাহ বলে, ‘মুই পড়া পারি নাই, হেই লইগ্গা মোরে হুজুরে পিডাইছে।’ আব্দুল্লাহের মা পারুল বেগম অভিযোগ করে বলেন, ‘পড়া মুখস্থ করে দিতে না পারায় আমার ছেলের হাত ভেঙে দিয়েছে ওই শিক্ষক। তাকে চার দিন মাদ্রাসায় আটকে রেখেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আক্কাস হেলালী বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়েছে।’

ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ