তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও উফসী জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৬০০ কৃষককে জনপ্রতি ২৫ কেজি বীজ ও সার বিতরণ করে।
বিতরণের আগে অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্যে রাখেন। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।