মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, ‘পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আমাদের কাজ করতে হবে। যাদের একটু হাত বাড়িয়ে দিলেই আরও ওপরে উঠতে পারবে। তারা নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে গত শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবন্ধীদের আগে বোঝা মনে করা হতো, এখন কিন্তু তারা বোঝা নয়। প্রতিবন্ধীরা কিন্তু আমাদের সম্পদ তা আপনি নিজেই খুঁজে পাবেন। আপনার বাচ্চা কোনো না কোনো দিকে অনেক বেশি দক্ষ বা কোনো বিষয় সে অনেক ভালো বোঝে। সেই কাজ সব থেকে ভালো করতে পারে সে। তাকে ঠিক সেইভাবেই আপনারা বড় করবেন। তাহলেই দেখবেন সে আর আপনার বোঝা নয়। প্রতিবন্ধীদের আমরা প্রতিবন্ধী বলব না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলতে পারি।’
গত শনিবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার, চারা গাছ ও গিফট বক্স বিতরণ করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংস্থার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সংস্থার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজরুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সেলিম শরীফ।