বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে টিনের বাড়ি পুড়ে যায়। তবে কোনো হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী হোসাইন বলেন, ভোরে হঠাৎ করেই ঈমান আলীর বাড়িতে আগুন ধরে যায়। আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই।’
সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা গনেশ বলেন, ভোর ৬টায় আগুন নিভে যায়। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।