শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবন অঞ্চলে কর্মরত জেলেদের সরকারিভাবে মূল্যায়নের দাবিতে শ্যামনগরে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর বনশ্রী বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ্জজামান।
সাতক্ষীরা জেলা সভাপতি জিএম আজিবার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জলমহাল নীতিমালা ২০০৯ অনুযায়ী উপকূলীয় এলাকার জেলেদের মূল্যায়নের দাবি জানান।