হোম > ছাপা সংস্করণ

রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, বিপাকে গ্রামবাসী

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে গত বৃহস্পতিবার দেয়াল নির্মাণ শুরু করে তিন ব্যক্তি। এতে যাতায়াতে সমস্যায় পড়েছে অন্তত তিন শ পরিবার।

স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন জানান, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের ছিদ্দিক সরদার, রুহুল আমিন সরদার এবং জাহাঙ্গির সরদার যাতায়াতের রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেন। এতে সেখানে সরকারের দেওয়া গভীর নলকুপ থেকে গ্রামের মানুষের পানি নেওয়া বন্ধ হয়ে গেছে। এ সংবাদ পেয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাজাহান তালুকদার গুয়াবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা মানেনি।

দেয়াল নির্মাণকারী জাহাঙ্গির সরদার বলেন, ‘আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে দেয়াল নির্মাণ করছি। এতে বাধা দেওয়ার কী আছে!’

স্থানীয় ভুক্তভোগী মতিন বেপারী ও শিউলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি অনেক পুরোনো। তা ছাড়া এ রাস্তা দিয়ে দৈনিক প্রায় ৫ শ লোকের যাতায়াত আছে। কিন্তু তারা প্রভাব ও টাকার দাপটে রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণ করছে। বিষয়টি জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েছি।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার বলেন, ‘এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দেখে রাস্তাটি সংস্কার করার জন্য ৫ মেট্রিক টন বরাদ্দ দিয়েছি। রাস্তা বন্ধ করে যারা দেয়াল নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে তাঁদের এটা করতে দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ