মাদারীপুরের শিবচর উপজেলায় ঋণ খেলাপির দায়ে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গত সোমবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম মোড়ল, একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ওয়াদুত মৃধা ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সুমিত্রা দে, সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেন, একই ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য নার্গীস আক্তার ও ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পলি রানী ঘোষ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘ঋণ খেলাপির দায়ে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তাঁরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভদ্রাসন, সন্ন্যাসীরচর ও উমেদপুর ইউনিয়নের ভোটগ্রহণ করা হবে।’