গাইবান্ধা জেলা হাসপাতাল কার্যালয়ের তিনটি কক্ষের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতের কোনো এক সময় হাসপাতালের ওপরের তলার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। পরে অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে কক্ষের আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে সংঘবদ্ধ চোর দল।
গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন জানান, রোববার তাঁরা দাপ্তরিক কাজ শেষে অফিস কক্ষগুলো তালাবদ্ধ করে চলে যান। গতকাল সকালে অফিস পিয়ন মূল ফটকের গ্রিল খুলে তালা ভাঙা ও ফাইলপত্র তছনছ দেখতে পান। আলমারিগুলোতে অফিস স্টাফদের সার্ভিস বই, ব্যাংকের চেক, ময়নাতদন্ত ও ধর্ষণের সনদ ও নথিপত্র এবং টেন্ডারসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান থাকায় কি চুরি হয়েছে তা বলতে পারেননি তিনি।