হোম > ছাপা সংস্করণ

পরকালে ইমানের পুরস্কার

মুহাম্মাদ ইমরান মুস্তফা

পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে আল্লাহ তাআলা মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই নেয়ামতের ধারা দীর্ঘতর হচ্ছে। তবে মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ইমান। একক ও অদ্বিতীয় সত্তা আল্লাহকে সত্য বলে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নাম ইমান।

বিশ্বাসী মানুষেরা তাদের প্রকৃত প্রতিদান ও পুরস্কারে ভূষিত হবে পরকালে। মানুষের চিন্তা ও কল্পনার অতীত অফুরন্ত নেয়ামত আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাতে।

ইমানদারদের অনেকেই দুনিয়ায় চলতে গিয়ে ইচ্ছায়-অনিচ্ছায় গুনাহ করে ফেলে। গুনাহের পঙ্কিলতা মেখে যায় তাদের আমলে। কিন্তু বিশ্বাসের বিন্দুতে তারা দৃঢ়পদ। শিরকের কোনো আঁচড় পড়ে না তাদের ইমানে। এমন ইমানদারদের জন্য কেয়ামত দিবসে রয়েছে আল্লাহ তাআলার অপার দয়া ও ক্ষমা।

কিন্তু হতাশার আঁধার ছেয়ে আসবে অবিশ্বাসীদের ভাগ্যে। তাদের ভালো কাজ থাকলে তার ফলভোগ দুনিয়াতেই শেষ। পরকালে তাদের অনিবার্য ঠিকানা জাহান্নাম। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা (কেয়ামতের দিন) মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তাকে নিজের রহমতের আবরণে আগলে নেবেন।’ এরপর বলবেন, ‘অমুক গুনাহের কথা কি তোমার মনে পড়ে?’ তখন সে বলবে, ‘হ্যাঁ, হে আমার প্রতিপালক।’ এভাবে তিনি তার কাছ থেকে তার কৃত গুনাহের স্বীকারোক্তি নেবেন।

তখন সে মনে করবে, তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, ‘আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন করে রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দেব।’ এরপর তার পুণ্যকর্মের আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, ‘এরাই সেই সকল লোক, যারা তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছিল। শোনো, জালিমদের ওপর আল্লাহর লানত।’ (বুখারি)

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ