জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির নেতারা নিজেদের কমিটির বৈধতার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সম্প্রতি ওই বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে এটি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরলেন কমিটির নেতারা।
জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী স্বপন তার বক্তব্যে বলেন, ‘একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী এই সংগঠনকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখা ঐক্যবদ্ধ রয়েছেন।’
নূরে আলম আরও বলেন, ‘জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরু এক চিঠির মাধ্যমে আমাদের কমিটির বৈধতার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠির মাধ্যমে গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ শ্রম চর্চা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা ও বানোয়াট কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মুন্সি ও ইমরুল কাইয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।