৬ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ দেওয়ার দাবি না মানলে অনশনে বসার হুমকি দিয়েছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ‘ঢাবিতে সেকেন্ড টাইম চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক রাফি হাছান।
লিখিত বক্তব্যে রাফি হাছান বলেন, পৃথিবীর প্রায় প্রতিটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের একাধিকবার অংশগ্রহণের সুযোগ রয়েছে।