জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘যাঁরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজ, কমিশনভোগীদের পৃষ্ঠপোষকতার করতে পারেন, তাঁদের উপাচার্য বানানো হচ্ছে। উপাচার্য তখন নিজ দায়িত্বে অনুগত শিক্ষকবাহিনী তৈরি করেন। এই মহাপরিকল্পনার অংশ যে, বিশ্ববিদ্যালয়গুলো হবে রোবট উৎপাদনের কেন্দ্র। তাই দুর্নীতিবাজ উপাচার্যের পেছনে শত শত শিক্ষক দাঁড়িয়ে যায়। এটা একটা ভয়ংকর পরিস্থিতি।’
গতকাল বুধবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন আনু মুহাম্মদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচিটি সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভয় দেখানোর রাজনীতি চলছে। রাষ্ট্রযন্ত্রের সমস্ত আয়োজন যাতে শিক্ষার্থীরা নতুন প্রশ্ন করতে না পারে। এই ধারা রক্ষা করতে বিশ্ববিদ্যালয় মেরুদণ্ডহীন মানবসম্পদ তৈরি করে চলেছে।’
কর্মসূচিতে আরও বক্তব্য দেন অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, অধ্যাপক জীবন খন্দকার, সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মি প্রমুখ।