হোম > ছাপা সংস্করণ

পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে উপজেলায় দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় পাঁচ ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাসুদ রানা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মস্তফা শামসুজ্জোহা সাহেব, আব্দুস সালাম খাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশনামতে, নির্বাচনের চেয়ারম্যান মনোনীত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রে পাঠানো হয়েছিল। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড পাঁচজনকে চূড়ান্ত করে। কিন্তু সেই সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য বর্ধিত সভা করা হয়েছে। প্রত্যাহারের দিন পর্যন্ত বিভিন্নভাবে অনুরোধও করা হয়েছে। কিন্তু তাঁরা প্রত্যাহার না করায় বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ