হোম > ছাপা সংস্করণ

ফেসবুকের ‘বন্ধু’ এলেন সব লুটে কাঁদালেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফেসবুকে পরিচয়, এ থেকে বন্ধুত্ব। এর সূত্র ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্ধুর বাড়ি বেড়াতে এসে সাত ভরি স্বর্ণ ও লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন স্বামী-স্ত্রী। গত বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমত গ্রামের আমির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আমির আলী ওই গ্রামের বাসিন্দা। আর কথিত বন্ধু সোহেল হোসেন ও তাঁর স্ত্রী রঙিলা বেগম নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আমির আলীর স্ত্রী আলো বেগম বলেন, ফেসবুকে স্বামীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ১০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বেড়াতে আসেন সোহেল হোসেন ও রঙিলা বেগম। এর পর থেকে তাঁদের বাড়িতেই অবস্থান করছিলেন তাঁরা। প্রতি দিনের মতো বুধবার রাতেও সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির দ্বিতীয় তলায় স্বামী আমির আলী ও তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে অতিথিরা নেই। এ ছাড়া ঘরের আসবাবপত্র ছড়ানো ছিটানো। আলমারির তালা ভাঙা।

আলো বেগম আরও বলেন, ঘরে আলমারির মধ্যে থাকা সাত ভরি স্বর্ণের গয়না এবং প্রায় ১ লাখ টাকা ছিল। আলমারির তালা ভেঙে সব গয়না এবং টাকা নিয়ে যান তাঁরা। সোনার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এর পর থেকেই স্বামী-স্ত্রী উভয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এক সঙ্গে টাকা ও গয়না হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তাঁরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মালামাল উদ্ধার এবং পলাতক স্বামী-স্ত্রীকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ