হোম > ছাপা সংস্করণ

দক্ষিণ জেলা আ.লীগের প্রতিনিধি সভা আজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এ প্রতিনিধি সভা হবে। এতে দক্ষিণ জেলার আটটি উপজেলার প্রায় তিন হাজার নেতা-কর্মী ও নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে।

এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা-বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আজ সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সভা শুরু হবে। তৃণমূলের তিন হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

মফিজুর রহমান আরও জানান, নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা (উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান) উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সুসংহত করতে এই সভা হচ্ছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেলিম নবী বলেন, এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনের যে নির্দেশনা, তা বাস্তবায়ন হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ