হোম > ছাপা সংস্করণ

বিয়ের কথা বলে ডেকে হত্যা করা হয় পলিকে

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জনমানবহীন এলাকার পরিত্যক্ত কুয়া থেকে পোশাকশ্রমিক পলির গলিত লাশ উদ্ধারের ৮ ঘণ্টা পর এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আশুলিয়ার নবীনগরে র‍্যাব-৪ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র‍্যাব। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া গ্রাম থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

নিহত পোশাকশ্রমিক পলি আশুলিয়ার টঙ্গিবাড়ী এলাকায় ভাড়া থেকে আর কে-২ পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পলি ঝালকাঠি জেলার সদর থানার পুঞ্জিপুতি গ্রামের হাশেম মিয়ার মেয়ে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন শেরপুরের কামারেরপুর গ্রামের রেজাউল ইসলাম (৪২), তাঁর বন্ধু রিকশাচালক ঝালকাঠির সামিউল (৩২) ও টাঙ্গাইলের সাইফুল (৪৯)। তাঁরা আশুলিয়ায় ভাড়া থাকতেন।

র‍্যাব জানায়, রেজাউলের দুই স্ত্রী রয়েছে। স্ত্রী-সন্তানসহ তিনি পলির টঙ্গিবাড়ী হাকিমপট্টি এলাকার পাশের বাসায় থাকেন। পেশায় তিনি চা-দোকানদার। রেজাউল ও পলির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রেজাউলের স্ত্রী বিষয়টি জানতে পারেন। এ নিয়ে পলি রেজাউলকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর বন্ধু সাইফুল ও সামিউলের সহায়তায় রেজাউল পলিকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তাঁরা নির্জন স্থানে নিয়ে পলিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পরে হত্যা নিশ্চিত করতে ছুরি দিয়ে জবাই করে কুয়ায় লাশ ফেলে দেন।

র‍্যাব জানায়, পলির লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পরিবারকে জানান। পরে পরিবারের অভিযোগ পেয়ে লাশ উদ্ধারের পর এ হত্যাকাণ্ডের ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪।

র‍্যাব-৪-এর এএসপি মাজহারুল ইসলাম বলেন, ১১ অক্টোবর রাতে বিয়ে করার কথা বলে পলিকে ডেকে নেন রেজাউল। বন্ধুদের সহায়তায় নির্জন স্থানে নিয়ে পলিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পরে হত্যা নিশ্চিত করতে ছুরি দিয়ে জবাই করে কুয়ায় লাশ ফেলে দেন। এরপর থেকে যে যার মতো স্বাভাবিক জীবন যাপন করছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ