সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. মাসুদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদের বাড়ি সীতাকুণ্ড পৌরসদরের নলুয়াপাড়া এলাকায়। তাঁর ভাই রবিউল ইসলাম জানান, রাতে দোকান শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপারকালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মাসুদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে তাঁর মৃত্যু হয়।