হোম > ছাপা সংস্করণ

সব ছাপিয়ে সবার মুখে মুশতাক-তিশা দম্পতি

ফারুক ছিদ্দিক, ঢাবি 

আয়োজকেরা বলছেন, পাঠকেরাও মানেন—অমর একুশে বইমেলা সবার। এখানে সবাই আসবে। বইয়ের কথা হবে, সংস্কৃতির আলোচনা হবে। কিন্তু হঠাৎ সব ছাপিয়ে মেলার প্রতিটি মানুষের মুখে যেন এক দম্পতির নাম। মুশতাক-তিশা।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ কয়েক মাস আগে বিয়ে করেন একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে। তাঁদের এই অসমবয়সী সম্পর্ক নিয়ে তখন থেকেই কথা হচ্ছে। এই দম্পতিকে দুবার বের করে দেওয়া হলো বইমেলা থেকে। 

এবারের মেলায় মুশতাকের লেখা দুটি বই বেরিয়েছে। ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ নামের বই দুটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। 

মুশতাক ও তিশা গতকাল বিকেলে বইমেলায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। চারপাশ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেওয়া হতে থাকে তাঁদের উদ্দেশে। এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তায় তাঁরা মেলা থেকে বের হয়ে যান। এর আগে গত শুক্রবারও একই পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। গতকালের ঘটনার পর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম।

খন্দকার মুশতাক সাংবাদিকদের বলেন, ‘এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা তো পাঠক না, তারা বিশৃঙ্খলাকারী।’ 

বিকেলে বইমেলায় এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিশা রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে অপছন্দের লোকদের যদি আমরা বের করে দিই, তাহলে আমাদের সহনশীলতা থাকল কই?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সমাজচিন্তক জোবাইদা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলা একাডেমি এ বিষয়ে একটু দায়িত্বশীল হলে এ রকম ঘটত না।’

তবে বইমেলা পরিচালক কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘মুশতাক-তিশা আসলে লেখক হিসেবে নয়, তাঁদের সমস্যা ভিন্ন একটা ইমেজের কারণে। তাঁরা যখন মিজান পাবলিশার্সে আসেন, তখন আশপাশের একাধিক প্রতিষ্ঠান থেকে বলা হয়, তাঁরা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ছেন। তাঁদের বেচাবিক্রি হচ্ছে না। পরে মিজান পাবলিশার্সকে বলা দেওয়া হয়, তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। পরে তারা হয়তো পুলিশের সহযোগিতায় মেলা থেকে সসম্মানে তাঁদের চলে যাওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ