হোম > ছাপা সংস্করণ

বিদ্যুতায়িত দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

পাঁচ বছরের খুশি আক্তার না বুঝে বিদ্যুতের সকেটে আঙুল ঢুকিয়ে দেয়। ছোট বোনকে রক্ষা করতে গিয়ে সাত বছরের হাসানও বিদ্যুতায়িত হয়। এসব দেখে দুই সন্তানকে রক্ষায় ছুটে আসেন মা। দুই সন্তানকে বাঁচাতে পারলেও বিদ্যুতায়িত হয়ে মারা যান মা নাসিমা আক্তার (৩৫)।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নাসিমা আক্তার একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তাঁর বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই সন্তানকে বিদ্যুতায়িত হতে দেখেন নাসিমা আক্তার। সন্তানদের বাঁচাতে গিয়ে নাসিমা আক্তার বিদ্যুতায়িত হয়ে মারা যান।’ জানা গেছে, দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে নাসিমা আক্তারের মৃত্যুর বিষয়ে আমাদের কেউ জানাননি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ