নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আচ্ছা শোনো, হাতের কাজটা আপাতত রেখে বসো তো একটু চুপচাপ। একটা গল্প বলি, বনের মধ্যে বানরের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব হয়েছে। একটু পর একটা মোরগও এসে জুটেছে তাদের সঙ্গে। ওরা তিনজন বন্ধু হয়ে গেলে শিয়ালের বাড়ি যায় পায়েস খেতে।
তার মা খুব মজার পায়েস রান্না করেছে। সেখানেই একটা মজার ঘটনা ঘটে। সেই ঘটনার সাক্ষী হতে আসে দোয়েল আর ময়না। ওরাও বন্ধু হয়ে যায়। ও হ্যাঁ! মজার ঘটনাটা কী, সেটাই তো বলা হয়নি। না থাক! সেটা নাহয় বইতেই পড়ে নিয়ো।
বই: বন্ধু
লেখক: মাসুম মাহমুদ
প্রচ্ছদ ও অলংকরণ: আইয়ুব আল আমিন
প্রকাশক: পরিবার পাবলিকেশনস
দাম: ১৩০ টাকা