শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ১৬ বোতল বিদেশি মদসহ মো. শাহীন আলম (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। গত বুধবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকা থেকে আটক করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকালে মাদক আইনের মামলাসহ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার রাতে অভিযান চালিয়ে রাজনগর ব্যাপারীপাড়া এলাকা থেকে আটক করা হয় তাঁকে।
কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ‘শাহীনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।’