গাজীপুরের শ্রীপুরে দেড় যুগ পর দখল হওয়া ৫৬ শতাংশ জমি ফিরে পেয়েছেন দুই ভাই হোসেন ও আব্দুর রহমান। আদালতের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের জমি বুঝিয়ে দেওয়া হয়। গতকাল উপজেলার বরমী ইউনিয়নের কাশিজলী গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল গাজীপুর আদালতের নাজির মো. মোয়াজ্জেম হোসেন ওই জমি মাপজোক করে দুই ভাইকে বুঝিয়ে দেন। তখন তিনি জমি বুঝিয়ে দেওয়ার জন্য লাল পতাকা টানিয়ে দেন। এরপর তাঁর সঙ্গে আসা যন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে এ জমির দখল বুঝিয়ে দেন দুই ভাইকে। এ সময় আশপাশের গ্রামের শিশুরাসহ অনেকে ভিড় করেন।
ভুক্তভোগী কৃষক নবী হোসেন বলেন, ১৮ বছর আগে তাঁর বাবা আব্দুল আজিজ সকালে জমিতে মই দেওয়া শেষে বীজতলা থেকে চারা তুলে জমিতে যান। তিনি তখন দেখেন স্থানীয় বাসিন্দা আছর আলী গং জমি দখলে নিয়ে ধান রোপণ করছেন। পরবর্তীতে তাঁর বাবা তাঁদের দুই ভাইকে নিয়ে আইনি লড়াইয়ে নামেন।
নবী হোসেন বলেন, কিছুদিন পর বাবা মারা গেলেও তাঁরা দুই ভাই আইনি লড়াই চালিয়ে যান। দীর্ঘ ১৮ বছর আইনি লড়াই শেষ গত সেপ্টেম্বরে জমির রায় পান ভুক্তভোগী কৃষক পরিবার।
বরমী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘মামলার রায় হওয়ার পর বাংলাদেশের আইন অনুযায়ী আয়োজন করে কৃষক পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়। বৈধ মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার আইনি এই প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়। তাই বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার আয়োজনটি সেখানকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।’
গাজীপুর আদালতে নাজির মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী কৃষক পরিবারকে মাপজোখ করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।