হোম > ছাপা সংস্করণ

২৪ ঘণ্টাই চালু বিমানবন্দর

সিলেট প্রতিনিধি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না। ১০ ডিসেম্বর থেকে আগামী তিন মাস পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ে জরুরি উড়োজাহাজ ওঠানামার জন্য সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের প্রধান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের দুটিই রাতে বন্ধ থাকে। শুধুমাত্র ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে উড়োজাহাজ ওঠানামা করে। রাতে বন্ধ থাকায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আনাগোনা থাকে না। তবে এবার ঘটছে ব্যতিক্রম। রাতে চালু থাকবে ওসমানী বিমানবন্দর।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, জরুরি ফ্লাইট চলাচলের জন্য ওসমানী বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণত সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সপ্তাহে ছয় দিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম চলে। সোমবার এ বিমানবন্দর রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ হয়ে যায়।

আগামীকাল শুক্রবার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যাবে। ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো বিমান উড়বে না শাহজালালে। মূলত দেশের সবচেয়ে বড় এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হবে। কাজ চলবে রাতের বেলা। তাই বন্ধ থাকবে বিমান ওঠানামা। এই সময়ে বিমান ওঠানামা করবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সে অনুসারেই ১০ ডিসেম্বর থেকে এই বিমানবন্দর পুরো রাত চালু থাকবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিন-রাত সব সময়ই চালু থাকে। তবে এবার নির্মাণকাজের জন্য সেখানে রাতের বেলা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হচ্ছে। একই সময়ে শাহ আমানতেও সংস্কারকাজ চলবে। ফলে রাতের বেলা বিমান চলাচলে বেছে নেওয়া হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ