হোম > ছাপা সংস্করণ

বীর নিবাস পাচ্ছেন কয়রার ৭ মুক্তিযোদ্ধা

কয়রা প্রতিনিধি

মুজিব বর্ষ উপলক্ষে কয়রা উপজেলায় সাত বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণের খবরে সংশ্লিষ্টদের মধ্যে খুশির জোয়ার বইছে।

জানা গেছে, সরকার সারা দেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সারা দেশে প্রতিটি উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প নির্মাণের সিলেকশন কমিটির সভাপতি অনিমেষ বিশ্বাস গত অক্টোবরে ১২ জনের নামের প্রস্তাবনা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠান। ১২ জনের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ৭ জনের নাম অনুমোদন করে। ‘বীর নিবাস’র জন্য চূড়ান্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মোড়ল, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সুধাংশু মণ্ডল, মরহুম বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাজেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা কওছার গাজী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দেওয়া হবে। সাতটি বীর নিবাস নির্মাণে খরচ ধরা হয়েছে ৯৪ লক্ষ ৫ হাজার ৩২৬ টাকা। প্রতিটি বীর নিবাসে দুটি বেডরুম, একটি ডাইনিং, দুটি টয়লেট ও একটি কিচেন থাকছে। বীর নিবাসের কাজ শুরুর জন্য ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া সাত মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের দরপত্র আহ্বান শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বীর সন্তানদের হাতে বীর নিবাস তুলে দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ