হোম > ছাপা সংস্করণ

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

গাজীপুর প্রতিনিধি

মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গাজীপুরে ডেকে এনে আটকে রেখে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার ডেমনামারা গ্রামের খোকন বিশ্বাস ওরফে শান্ত (৩৭), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মহেশপুর গ্রামের নাজমুল ইসলাম আকন্দ (৩০) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়াই পাড়া গ্রামের খোকন আলী (৩৭)।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, গ্রেপ্তার শান্তর সঙ্গে ঢাকার আশুলিয়া এলাকায় একটি কলেজে অনার্সে অধ্যয়নরত এক ছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাসের এ সম্পর্কের সূত্র ধরে গত ১২ জানুয়ারি ওই ছাত্রী শান্তর সঙ্গে দেখা করতে আসেন। পরে শান্ত তাঁকে মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।

ওসি বলেন, সেখান থেকে সুযোগ পেয়ে গত ১৯ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী পালিয়ে যান। পরে আসামিদের নাম, ঠিকানা সংগ্রহ করে গত মঙ্গলবার কোনাবাড়ী থানায় মামলা করেন। পরে রাতেই শান্ত ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ