খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত শিশু মো. সালেহীন ইসলাম ওই এলাকার গুলজার রহমানের শিশু পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির বাইরে খেলতে খেলতে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে অন্য শিশুদের চিৎকারে লোকজন এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত্যু নিশ্চিত করেন।