সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর পাশাপাশি জনবল সংকট দূর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের কয়েকটি উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, সারা দেশের মতো সিলেটেরও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আরও উন্নয়ন হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ তলা ভবন উদ্বোধন হয়েছে। ১৫ তলার কাজ চলছে। এখানে সব সংকট দূর করে সেবার পরিসর বাড়ানো হবে।
মন্ত্রী হাসপাতালের ১০ তলা নতুন ভবন, সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বহির্বিভাগ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং হাসপাতালটিতে স্থাপিত কক্লিয়ার ইমপ্লান্ট ল্যাব পরিদর্শন করেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল মন্ত্রীর সঙ্গে ছিলেন।