ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনি গ্রাম থেকে ঢাল, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের ইউনুস মাতুব্বর, রহমান মাতুব্বর ও বাকি মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঝ) ধারায় ১১ জনের নাম উল্লেখ করে ও ১৫ / ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন বড় মুচকুরনি গ্রামের ইউনুস মাতুব্বর (৭০), রহমান মাতুব্বার (৬৫), বাকি মিয়া (৪৫), আব্বাস কাদা (৬০), সুমন কাদা (২৮), হেমায়েত কাদা (৩০), শাহীন খালাসি (৩৫), মন্টু খালাসি (৪৫), মিরহাজ মাতুব্বর (৩২), ফিরোজ মাতুব্বর (৩৫), আলাউদ্দিন খালাসি (২৮)।
ভাঙ্গা থানা পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল জানান, আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।