হোম > ছাপা সংস্করণ

মোটরসাইকেল উদ্ধার শাহরাস্তিতে গ্রেপ্তার ৩

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি থেকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গত রোববার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে মোটরসাইকেলটি থামাননি আরোহীরা। তাঁরা গতিপথ পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে নাওড়া রাস্তার মাথায় ইব্রাহীমের চায়ের দোকানের সামনে থেকে আটক করে।

এ সময় পুলিশ তাঁদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লার হাট পাটোয়ারী বাড়ির মো. সুমন (৩২), রামগঞ্জের দাশপাড়া গ্রামের বেলাল হোসেন ওরফে মনির (৩৮) ও নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের মো. সাকিব রানা (২২)।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ