ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে নামাজ শেষে কবর জিয়ারত করে বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো. ফারুকুল আজম প্রচারণা শুরু করেন। এ সময় তাঁর কয়েকশ’ কর্মী-সমর্থক সঙ্গে ছিলেন।
মো. ফারুকুল আজম বলেন, ‘উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই।’