হোম > ছাপা সংস্করণ

ধুলাময় মাঠ, ভাঙা গ্যালারি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাদেয়াল। স্টেডিয়ামের মাঠ ধুলোয় ভরা। ফলে স্টেডিয়ামটি খেলা ও অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।

তবে জেলা প্রশাসন বলছে, স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।

২০১৮ সালে ঝালকাঠির প্রথম ও প্রাচীন স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। পরে স্টেডিয়ামের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন করা হলেও উন্নয়ন আর হয়নি। ফলে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাপ্রাচীর। স্টেডিয়ামের সঙ্গে একটি অফিস ভবন ও বাথরুম থাকলেও নিম্নমানের হওয়ায় সেখানেও কোনো কার্যক্রম চলে না। সব মিলিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ঝালকাঠির বিকনা গ্রামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হলেও এটি শহর থেকে অনেক দূরে। ফলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখনো খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম ভরসা।

তবে স্টেডিয়ামের এই করুণ দশায় ক্ষুব্ধ ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা। অবিলম্বে এই স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, পরিত্যক্ত অফিস ভবন, বাথরুম ও দর্শকদের জন্য গ্যালারি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস ভবন নিম্নমানের। যার কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্যালারি ভেঙে পড়ায় দর্শক ও খেলোয়াড়দের অসুবিধা হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান তিনি।

ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দূরে হওয়ায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলা হয়। তাই এটি সংস্কার করা জরুরি। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে সাংসদের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ