দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জুয়েল রানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর ১২টায় এ জরিমানা করেন ইউএনও মো. ইমরুল হাসান।
এ সময় তিনি বলেন, দুপুর দুইটার আগে প্রচারণা নিষিদ্ধ থাকলেও জুয়েল রানা অনেকগুলো মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।’
এ প্রসঙ্গে জুয়েল রানা বলেন, ‘আমার ছেলে ও তাঁর বন্ধুরা তিনটি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। আমি সঙ্গে ছিলাম না। আমাকে ফোন দিয়ে ঘটনাস্থলে এনে জরিমানা করা হয়েছে।’