স্থানীয় আইনের অধীন যোগ্যতার শর্ত পূরণ না করায় মাদার তেরেসার প্রতিষ্ঠিত একটি দাতব্য বা সাহায্য সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স স্থগিত করে দিয়েছে ভারত সরকার।
‘মিশনারিজ অব চ্যারিটি’ নামে এ সংস্থাটি অসহায় শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করে আসছে। সংস্থাটির সদর দপ্তর কলকাতায়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গতকাল সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যোগ্যতার শর্ত পূরণ না করায় ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’-এর অধীন বিদেশি তহবিল পাওয়া অব্যাহত রাখার জন্য মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাটির লাইসেন্স নবায়নের আবেদন ২৫ ডিসেম্বর প্রত্যাখ্যান করা হয়েছে।
গত সোমবার এক বিবৃতিতে লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কথা নিশ্চিত করেছে মিশনারিজ অব চ্যারিটি। জানা গেছে, দেশটির হিন্দু কট্টরবাদীরা এই সাহায্য সংস্থাটির বিরুদ্ধে স্থানীয়দের খ্রিষ্টধর্মে ধর্মান্তরিতর চেষ্টার অভিযোগ করে আসছিল।