১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান। অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। বিষয়টি নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।
এ বছর ঢাকা উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। উদ্বোধনের দিন বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে সিনেমাটি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য জ্যঁ কুয়ে নামের এক ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত ‘জেকে ১৯৭১’, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। বিমান ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ।
এবারের উৎসবে পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্রসহ শতাধিক বিদেশি অতিথি শিল্পী অংশ নিতে পারেন বলে আশা করছেন আয়োজকেরা। আট দিনব্যাপী এ উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।