বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর দুর্গম চর থেকে হাছেন আলী আকন্দ (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর সরলীয়ায় একটি গামারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। হাছেন পরিবারসহ উপজেলার শিমুলতাহী গুচ্ছ গ্রামে বসবাস করতেন। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। তিনি বলেন, চর সরলীয়ায় গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি গাছের সঙ্গে ঝুলছিল। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।