চাঁদপুরের মতলব উত্তরে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে গতকাল মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিন জব্দ করেন। মূলত এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মানুষকে চিকিৎসা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তাঁরা বৈধ চিকিৎসক হিসেবে কোনো সনদপত্র দেখাতে পারেননি।
আইন অমান্য ও অপরাধের গুরুত্ব বিবেচনায় কাজী মেজবাহ উদ্দিন সুমন (৩৭) ও মোহাম্মদ আসলামকে (৫০) বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ, ১৯৮৩-এর ৩৫ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।