ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন মোটরসাইকেল প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম।
গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে তিনি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহাব সরকারের বাড়ির পাশে ৩টি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কেন্দ্র দখল করে নৌকা প্রতীকের ভোট নিবে। এ জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং ৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাই।’ সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ভানোর ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘কোনো কেন্দ্রেই বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না।’