নীলফামারীর সৈয়দপুরে আবর্জনা ফেলার জন্য শতাধিক ড্রাম স্থাপন করা হয়েছে। গত রোববার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে এসব স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকাশ সরদার, সম্পাদক মো. রুবেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সদস্য মমিনুল ইসলাম, নুর নবী, নজির হোসেন, রাশেদুজ্জামান, শাহরোজ রাব্বি, আসিফ হোসেন, মোছা; আশিয়া, মোছা. লিলি, সুলতানা পারভীন, লাবনী আক্তার, মোছা রাইদা আশা হক প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, শহরে ডাস্টবিন অপ্রতুল হওয়ায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা হয়। এতে সৃষ্টি হয় নোংরা পরিবেশের। তাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এ ড্রামগুলো স্থাপন করা হয়।