শিবপুরে গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। গত বুধবার ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মজিবুর রহমান (৩৩)। তিনি উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবের গ্রামের বাসিন্দা এবং মুনসেফেরচর গ্রামের খন্দকার বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মজিবুর রহমান গতকাল এশার নামাজের পর আয়ুবপুর ইউনিয়নের তৃষা গ্রামে শ্বশুর বাড়িতে থাকা স্ত্রী সন্তানের কাছে যান। সেখান থেকে ভোরবেলা সাইকেল যোগে মুনসেফেরচর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকায় পৌঁছালে তাঁকে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর পর স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে চাপা দেওয়া গাড়ির কোনো খোঁজ জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, ‘শহীদ মিনার এলাকায় সড়কে একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিছুই পায়নি। এর আগেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঠিক কোন গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’