লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামের আয়োজনে নাওরা দারুল উলুম হিফজল কোরআন মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
হজরত মাওলানা আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান বক্তার ওয়াজ করেন হজরত মাওলানা মুফতি হিলাল উদ্দিন আল আজাদ। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছেরে কোরআন হজরত মাওলানা মুফতি সোলাইমান নদভী। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন হজরত মাওলানা তাওহীদুর রহমান নড়াইলী। এ ছাড়াও দেশবরেণ্য বিভিন্ন আলেমগণ এ মাহফিলে ওয়াজ করেন।