হোম > ছাপা সংস্করণ

ইয়াছিনের সন্ধান মেলেনি দুদিনেও

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে মো. এস এম ইয়াছিন (৫৭) নামের এক সংবাদপত্রের এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। গত রোববার সকালে এ ঘটনা ঘটে।

ইয়াছিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকার মাওলানা মোহাম্মদ মিয়ার ছেলে।

খবর পেয়ে চট্টগ্রামের ডিবি কার্যালয়ের বিভিন্ন শাখায় ইয়াছিনের খোঁজ নিতে ছুটে যান স্বজনেরা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আটক করেনি বলে জানায়। পরে স্বজনেরা রাতে সীতাকুণ্ড থানার দ্বারস্থ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হকার মো. আজিজ বলেন, গত রোববার সকালে এজেন্ট অফিসের সামনে দাঁড়ানো মাইক্রোবাসের ভেতরে ৬-৭ জন লোক বসেছিলেন। তাঁদের গায়ে ডিবির জ্যাকেট ছিল। যে তিনজন ইয়াছিনকে নিয়ে যাওয়ার জন্য নিচে আসেন, তাঁদের মধ্যেও দুজনের গায়ের ডিবি লেখা জ্যাকেট ছিল। এ সময় তাঁরা ইয়াছিনের নামে মামলা আছে বলে জানান। ইয়াছিন কী মামলা আছে তা জানতে চান। তবে তাঁরা বিষয়টি এড়িয়ে তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘যেহেতু ডিবি পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, তাই আমরা ডিবির বিভিন্ন কার্যালয়ে যোগাযোগ করেছি। কোথাও তাঁর সন্ধান পাইনি। ডিবির কোনো কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় কি না, সে জন্য অপেক্ষা করছি। পাশাপাশি আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ