রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হতে থাকে নগরী। উষ্ণতার ছোঁয়ায় মানুষ যখন ঘুমে বিভোর, তখন ছিন্নমূল মানুষ অপেক্ষায় থাকে কখন শেষ হবে শীতের রাত। সেসব অসহায়দের পাশে এগিয়ে এসেছে মিরপুরের বাড়িমালিকদের সংগঠন পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতি।
অসহায় ২০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র উপহার দিয়েছেন তাঁরা। শুক্রবার শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোকছেদ আলী, শামসুল আরেফিন প্রমুখ।
মতিউর রহমান বলেন, বিভিন্ন সময় সবার সহযোগিতায় সামাজিক কাজ করছে পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতি। শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আশা করছেন, অন্যরাও এভাবে এগিয়ে আসবেন।
—বিজ্ঞপ্তি