কৃষি প্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙল-জোয়াল। চিরায়ত বাংলার রূপের সন্ধান করতে গেলে এই দুই কৃষি উপকরণের কথা যেমন অবশ্যই আসবে, তেমনই আসবে হালের গরুর কথাও।
আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়াও লেগেছে কৃষিতে। তাই কৃষিতে দেখা যায় বেশ পরিবর্তন।
সাতক্ষীরার তালা উপজেলায় সকাল বেলা কাঁধে লাঙল-জোয়াল আর জোড়া গরুর দড়ি হাতে নিয়ে মাঠে যেতে দেখা যায় না কৃষকদের। দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল দিয়ে হালচাষ।
এখন আর চোখে পড়ে না গরুর লাঙল দিয়ে চাষাবাদ। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলাচ্ছে জমি চাষাবাদ। তাই এ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা এখন পেশা বদলি করে অন্য পেশায় ঝুঁকছেন।
গতকাল শুক্রবার দুপুর তালার খেশরার বালিয়া গ্রামের ছাত্তার আলী নিজের জমিতে হালচাষ করে দুই গরু নিয়ে ফিরছিলেন বাড়ির পথে। এ সময় তিনি জানান, গরুর হাল, লাঙল, জোয়াল চাষি গ্রাম বাংলা ঐতিহ্য। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও মানুষ এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছে। এতে কম সময়ে বেশি জমি চাষ করা যায়। তাই এখন আর আগের মত গরু দিয়ে চাষাবাদ করতে চায় না কেউ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সময়ের আবর্তে এসব গরুর হাল, কৃষি উপকরণ কাঠের লাঙল, জোয়াল, বাঁশের মই হারিয়ে যেতে বসেছে।