স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক ‘সূচনা’ ও কবি সুপদ বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘মালা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল হাইস্কুলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওই মোড়ক উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কাব্যগ্রন্থ মালার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওয়েবিনারের মাধ্যমে সংযুক্ত হন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সাংসদ এসএম জগলুল হায়দার এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, বিশেষ অতিথি শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. একেএম, আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো.শহিদুল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মূর্শেদ, সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।