আগামী ২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তের কথা ও সুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী শাফকাত আমানত আলী ও সিঁথি সাহার গানের ভিডিও ‘রাত জাগা পাখি’। বড় আয়োজনে প্রকাশ হবে গানটি। ইতিমধ্যেই ভিডিও নির্মাণ হয়েছে। তবে বড় আয়োজন করে প্রকাশ করবেন বলে এখনই সব খোলাসা করতে চান না সিঁথি। এতটুকু বললেন, ‘বড় আয়োজনে লঞ্চিং প্রোগ্রাম হবে। আমি গান গাইব। এই প্রথমবার শাফকাত বাংলা গান গেয়েছেন। আরও অনেক চমক রয়েছে।’
পাকিস্তানের জনপ্রিয় গায়ক শাফকাতের সঙ্গে সিঁথির সম্পর্ক পুরোনো। একসঙ্গে স্টেজে গাওয়া হয়েছে। সিঁথি বলেন, ‘তিনি যেমন আমার মেন্টর, আমার শিক্ষক এবং বন্ধুর মতো। ওনার মাধ্যমে বলিউডের অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সেলিম সোলায়মান, অনুপ জালোটা, কবিতা কৃষ্ণমূর্তি—বলিউডের এমন অনেকের সঙ্গে।’ সেই সম্পর্কের রেশ ধরে সিঁথি গাইছেন ভারতেও। অনুপ জালোটার সঙ্গে একটা গজল প্রকাশ হবে। ডিসেম্বরেই মুম্বাই যাবেন গজলের রেকর্ডিং করতে।
৬৫ পর্ব হলো মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’র। সিঁথির উপস্থাপনায় অনুষ্ঠানটি জনপ্রিয়তা পেয়েছে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। সিঁথি বলেন, ‘এই অনুষ্ঠানের ব্যাপারটা ভিন্ন। যদি একজন শিল্পীর বাড়িতে বেড়াতে যেতাম। অথবা আমার বাড়িতে যদি কোনো গুণী শিল্পী বেড়াতে আসতেন, তাহলে আমি কী করতাম। কীভাবে কথা বলতাম—সেটাই করার চেষ্টা করি আসলে।’
গত বছর লকডাউনে বাসায় বসে লাইভে এই অনুষ্ঠান শুরু করেছিলেন সিঁথি। স্বপ্ন ছিল সংগীতের রথী-মহারথীদের অতিথি করবেন। সফলও হয়েছেন। ভারত থেকে যেমন উষা উত্থুপ, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, ওস্তাদ রশিদ খান, সেলিম মার্চেন্টের মতো বড় তারকাদের অতিথি করতে পেরেছেন, তেমনি বাংলাদেশের সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, প্রিন্স মাহমদু, বাপ্পা মজুমদার কিংবা হাবিব ওয়াহিদের মতো অনেককেই হাজির করেছেন।