হোম > ছাপা সংস্করণ

সড়কের গর্তে জলাবদ্ধতা এলাকাবাসীর দুর্ভোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারের চলাচলের রাস্তা খানাখন্দে ভরে গেছে। হাসাইল ও পাঁচগাঁও ইউনিয়নের যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ইট উঠে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ হাজারো পথচারীর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের গাড়ুরগাঁও ও কুকরাদি থেকে হাসাইল বাজারে যাতায়াতের প্রধান সড়কের ব্যাংক এশিয়া থেকে বাবু দেওয়ানের 
বাড়ি হয়ে চার রাস্তার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তাটির বিভিন্ন স্থানে ইট উঠে গেছে অনেক আগেই। এখন সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।

জানা যায়, সংস্কারের অভাবে সড়কে প্রায় আধা কিলোমিটার খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলে এঁকেবেঁকে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় গর্তে পড়ে যাত্রী বহনকারী রিকশাসহ যানবাহনগুলো উল্টে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পথচারীদের যাতায়াত করতে হয় রাস্তাটি দিয়ে। ফলে রাস্তাটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই দশা প্রায় দেড় বছর ধরে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইজিবাইক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করে। বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ